Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জন

বিএআরআই এর আওতাধীন আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র, মাদারীপুর; ডাল গবেষণা কেন্দ্র, ঈশ্বরদী, পাবনা ও ডাল গবেষণা উপ-কেন্দ্র, গাজীপুর সফলতার সাথে উচ্চফলনশীল জাত সহ অন্যান্য কৃষি প্রযুক্তি উদ্ভাবন করে আসছে। দেশের জলবায়ু ও কৃষকের চাহিদা অনুযায়ী এই পর্যন্ত ০৭ টি ডাল ফসলের ৪১টি উচ্চ ফলনশীল জাত এবং উন্নত চাষাবাদ প্রযুক্তি উদ্ভাবন করেছে।

ক) উদ্ভাবিত জাতসমূহ :

ফসলের নাম

উদ্ভাবিত জাতের সংখ্যা

মসুর

০৯

ছোলা

১০

মুগ

০৮

খেসারী

০৫

মাসকলাই

০৪

মটর

০৩

ফেলন

০২

মোট

৪১

খ) উৎপাদন প্রযু্ক্তি: গবেষণা ক্ষেত্র; ফসল, মাটি, রোগবালাই এবং পোকামাকড় ব্যবস্থাপনা; কৃষি যন্ত্রপাতি; সেচ এবং পানি ব্যবস্থাপনা; শস্য সংগ্রহোত্তর প্রযুক্তি; ফার্মিং সিষ্টেম রিসার্চ; জীব প্রযুক্তি এর উদ্ভাবিত প্রযুক্তি সমূহ।

এছাড়া বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভিদ কৌলি সম্পদ কেন্দ্র ১৩টি ডাল ফসলের ৩৫২৯ টির অধিক (জার্মপ্লাজম) জিন ব্যাংকের মাধ্যমে সংরক্ষণ করছে।