Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র, বিএআরআই, মাদারীপুর

বিএআরআই (বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট) দেশের বৃহত্তম বহুবিধ ফসল গবেষণা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান দানাশস্য, কন্দাল, ডাল, তৈলবীজ, সবজি, ফল, মসলা, ফুল ইত্যাদির উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন বিষয়ে গবেষণা করে থাকে। প্রতিষ্ঠানটি মৃত্তিকা এবং শস্য ব্যবস্থাপনা, রোগ বালাই এবং পোকামাকড় ব্যবস্থাপনা, পানি এবং সেচ ব্যবস্থাপনা, কৃষি যন্ত্রপাতির উন্নয়ন, খামার  পদ্ধতির উন্নয়ন, শস্য সংগ্রহোত্তর প্রযুক্তি উদ্ভাবন এবং আর্থ সামাজিক সংশ্লিষ্ট উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বিপণন এবং পরিমাণ নির্ধারণ বিষয়ে গবেষণা করে থাকে। মহাপরিচালক প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন। মহাপরিচালক চারটি উইং যথা গবেষণা, সেবা ও সরবরাহ, প্রশিক্ষণ ও যোগাযোগ এবং পরিকল্পনা ও মূল্যায়ন উইং এর চার জন পরিচালকের মাধ্যমে তাঁর কার্য সম্পাদন করেন। গবেষণা উইং ৭টি কেন্দ্র, ১৭টি বিভাগ, ৭টি আঞ্চলিক কেন্দ্র, ৩০টি উপকেন্দ্র, ৯টি এফএসআরটি সাইড এবং ৭২টি এমএলটি সাইটের মাধ্যমে যাবতীয় গবেষণা পরিচালনা ও পর্যবেক্ষণ করে থাকে। সেবা ও সরবরাহ উইং গবেষণা ও জনবল ব্যবস্থাপনা সংক্রান্ত লজিস্টিক সাপোর্ট দিয়ে থাকে। এই উইং প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও সংগ্রহের দায়িত্বও পালন করে থাকে। প্রশিক্ষণ ও যোগাযোগ উইং মানবসম্পদ উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান এবং উচ্চ শিক্ষাকল্পে বৃত্তি প্রদান করে থাকে। এই উইং সেমিনার এবং সিম্পোজিয়াম আয়োজন গুরুত্বসহকারে করে থাকে। পরিকল্পনা ও মূল্যায়ন উইং প্রতিষ্ঠানের প্রকল্প প্রস্তাবনা প্রণয়ণ, প্রক্রিয়াকরণ এবং প্রকল্পের অগ্রগতি রিপোর্ট প্রস্তুত করে থাকে।

 

আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র, মাদারীপুর হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের একটি গবেষণা কেন্দ্র। দক্ষিণাঞ্চলে ডাল ফসলের গবেষণা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাদারীপুরে ২০০২ সালে ১৫ একর জমির উপর ডাল গবেষণা উপ-কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ডাল ফসলের গবেষণা জোরদারকরণ ও সম্প্রসারণের জন্য ২০১৩ সালে গণপ্রজাতন্ত্রণী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপ-কেন্দ্রটিকে ‘আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র’ হিসেবে উদ্বোধন করেন। কেন্দ্রে কর্মরত বিজ্ঞানীগণ ডাল ফসলের উচ্চ ফলনশীল জাত ও আধুনিক উৎপাদন প্রযুক্তি উদ্ভাবনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।